সারের হয়ে মাঠে সাকিব, খেলা দেখবেন যেভাবে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে ভারত চ্যালেঞ্জ। ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। অন্যদিকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলে প্রস্তুতি সারবেন সাকিব আল হাসান।
টনটনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে চারদিনের ম্যাচ খেলে আবারও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছেহে ভিওয়েট সমারসেট। এই ম্যাচে সারের একাদশে জায়গা পেয়েছেন সাকিব। ম্যাচ শুরুর আগে টাইগার অলরাউন্ডারকে বরণ করে নেয় সারে ক্লাব। তাকে ডেব্যু ক্যাপ পরিয়ে দেন সতীর্থ পেসার কেমার রোচ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ‘সমারসেট ক্রিকেট’ ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার হচ্ছে। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি।