সালমানকে জড়িয়ে ধরেছেন অভিষেক!

Share Now..

বলিউডডের প্রযোজক আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে বৃহস্পতিবার বসেছিল তারকাদের মেলা। আর সেখানেই সালমান খান আর অভিষেক বচ্চন একে-অপরকে জড়িয়ে ধরলেন দুই অভিনেতা।

দুইজনের সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নতুন করে মাথাচাড়া দিল ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের জল্পনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনের পার্টিতে অমিতাভ বচ্চনের সঙ্গে গিয়েছিলেন অভিষেক। সে পার্টিতে যোগ দেন সালমান খানও। একপর্যায়ে অমিতাভকে দেখে আলিঙ্গন করেন সালমান। পাশেই দাঁড়িয়েছিলেন অভিষেক। একটু পর সালমানকে জড়িয়ে ধরেন অভিষেক।

ভিডিওতে দেখা যায়, একে-অপরকে জড়িয়ে ধরেছেন সালমান আর অভিষেক। শুধু তাই নয়, হেসে হেসে খানিকক্ষণ কথাও বলেছেন দুজন।

সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শ্যুটিংয়ে সালমানের প্রেমে পড়েছিলেন ঐশ্বরিয়া। পর্দা ছাড়াও তাদের প্রেমকাহিনি সাড়া ফেলে দিয়েছিল অফস্ক্রিনেও। তবে সেই সম্পর্ক টেকেনি। তিক্ততার সঙ্গে সালমানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন ঐশ্বরিয়া। তারপর থেকে প্রকাশ্যে এক ফ্রেমে দেখা যায়নি দুজনকে।

বিগ বুল, টোটাল ধামাল, সরকার ৩, চেহরে-র মতো সিনেমা বানিয়েছেন আনন্দ। ৬০ বছরের জন্মদিনে আমন্ত্রিত ছিল তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, সালমান খান, হৃতিক রোশন ,জ্যাকি শ্রফ সহ অনুপম খের, শত্রুঘ্ন সিনহা, রীতেশ দেশমুখ, আমিশা পাটেল, সানি লিওনিরা। এমনকি নব দম্পতি রণদীপ হুডা ও লিন লাইশরামকেও দেখা গেল বৃহস্পতিবারে রেড কার্পেটে।

এছাড়া ডাঙ্কি নিয়ে খুব ব্যস্ততার মধ্যেও পার্টিতে ব্ল্যাক স্যুটে দেখা মিলল শাহরুখ খানের।

992 thoughts on “সালমানকে জড়িয়ে ধরেছেন অভিষেক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *