সালমান বিয়ে করতে ভয় পায়-জানালেন বাবা সেলিম খান

Share Now..

বলিউডে বিয়ের ধুম পড়েছে অথচ সুপারস্টার সালমান খান বিয়ে থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শতদূরে। ৫৮ বছর বয়সেও ভাইজানের বিয়ের পিঁড়িতে বসার কোন আগ্রহ দেখা যাচ্ছেনা। এবার ছেলের বিয়ে না করার কারণ জানালেন বাবা সেলিম খান। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি, সেলিম খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পুরনো ভিডিওতে সালমানের বিয়ে না করার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

সেলিমের কথায়, ‘আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। 

সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।’

সেলিম বলেন, ‘সালমান চায়, ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।’

অনেকেই জানতেন রোমানিয়ান মডেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। অনেকে তো আবার ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তুরের সঙ্গেই বছরেই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু কয়েক বছর আগে সালমান নিজেই জানিয়ে ছিলেন ‘বিয়ে করবেন না’। বাবা সেলিমই যেন সালমানের এগোপন কথা ফাঁস করলেন।

One thought on “সালমান বিয়ে করতে ভয় পায়-জানালেন বাবা সেলিম খান

  • June 25, 2024 at 3:08 pm
    Permalink

    Hi! Someone in my Myspace group shared this website with us so I came to take a look.
    I’m definitely enjoying the information. I’m book-marking
    and will be tweeting this to my followers! Superb blog and excellent design and style.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *