সাল দুবুসিতে সাদ-বাঁধন
শুরু হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের প্রদর্শনী। আজ বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে (স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট) দেখানো হচ্ছে ছবিটি। ছবিটি দেখতে দুবুসিতে উপস্থিত আছেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এছাড়া উপস্থিত আছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।এর আগে ছবিটি দেখতে বিভিন্ন দেশের সংবাদকর্মী এবং মার্শে দ্যা ফিল্মে অংশগ্রহণকারী ফিল্ম প্রফেশনালদের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে। সকাল থেকে ছবিটি দেখতে লম্বা লাইন ধরেন দর্শকরাকান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিসিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় স্থান পেয়ে ইতিহাস গড়েছে ‘রেহানা মরিয়ম নূর’।