সিংড়ায় আগুনে চা স্টল ভস্মীভূত
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম (খোলাটিয়া) বাজারে আগুন লেগে মোকবুল হোসেন (৫৫) এর চায়ে স্টল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ ই মে ) রাত আনুমানিক ১.১০ মিনিটে অগ্নিকান্ড ঘটনা ঘটে। রাতেই হইচই শুনে এলাকাবাসী ছুটে এসে তখন আর আগুন নেভানো সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্থ মোকবুল হোসেন জানান, বুধবার রাত ১০ টার প্রতিদিনের মতো আমি দোকান বন্ধ করে বাড়ীতে যাই তার পরে আমি বাড়ীতে খাওয়া দাওয়া করার পরে একটু আরাম করতেই হঠাৎ খবর আসে আমার দোকানে আগুন লেগেছে। আমি সেখানে দ্রুত যাওয়ার পরে দেখি আগুনের তীব্রতা আর নেভানো সম্ভব হয়নি ,
কান্না জরিত কন্ঠে মকবুল হোসেন আরো বলেন, আমার সব শেষ,আমার এতো কষ্টের জমানো অর্থ দিয়ে আমি এই চা স্টল করছিলাম, এই ব্যবসায় আমার সংসার চলে।
জানা যায়, মোকবুলের দোকানের ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষ টাকা। তার দোকানে ছিলো একটি এলইডি মনিটর, দুইটি সৈর সোলার, দুইটি ফ্যান, একটি ব্যাটারি সহ আসবাবপত্র ও দোকানের অনেক খাদ্য সামগ্রি ও নগদ ১৫০০০ টাকা। ধারনা করা হচ্ছে কেউ শত্রুতা ভাবে আগুন লাগিয়ে দিতে পারে।
উপজেলা অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, আমি খবরটা জানতে পেরেছি আমাদের পক্ষ যতোটুকু সম্ভব পাশে দাঁড়াবো।