সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মটর সাইকেল চালক ও আরোহী নিহত

Share Now..

সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। রবিবার ১১.৩৫ মিনিটে নাটোর- বগুড়া মহাসড়কের নিংগইন শুটকির চাতাল এলাকায়
এ ঘটনা ঘটেছে।

জানা যায়, রবিবার ১১ টা ৩৫ মিনিটের সময় নাটোর গামী বলাকা পরিবহন বাসের সাথে সিংড়াগামী মটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পি (১৬) নিহত হয়।
সে শেরকোল ইউনিয়নের চকপুর গ্রামের আঃ সাত্তারের পুত্র।

পরে গুরুত্বর আহত শহীদ (২০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সে তেমুখ নওদাপাড়া গ্রামের আরব আলীর পুত্র। দুজনই চকপুর বিলভরত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *