সিইউএফএল কারখানার আগুন নিয়ন্ত্রণে, উৎপাদন বন্ধ

Share Now..

চট্টগ্রামের আনোয়ারায় সরকারের বিসিআইসি পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) আগুন লাগার ২০ মিনিট পরে নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কারখানার দক্ষিণ প্রান্তে অ্যামোনিয়া প্ল্যান্টের রিফর্মার পাইপ ফেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

এব্যাপারে কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ প্রদীপ কুমার নাথ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারখানার দক্ষিণ প্রান্তে অ্যামোনিয়া প্ল্যান্টের রিফর্মার পাইপলাইন ফেটে আগুন ধরে গিয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ কর্মী ও পাশের কাফকো সার কারখানার একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
১৯৮৭ সালে ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি স্থাপিত হয়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ইউরিয়া প্রায় পাঁচ লাখ ৬১ হাজার এবং অ্যামোনিয়া প্রায় তিন লাখ ১০ হাজার মেট্রিক টন।

One thought on “সিইউএফএল কারখানার আগুন নিয়ন্ত্রণে, উৎপাদন বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *