সিনেমা ছাড়াও যেসব উৎস থেকে আলিয়ার আয় কোটি কোটি টাকা!

Share Now..


বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই মূহুর্তে সিনে দুনিয়ার সবচেয়ে সফল এবং জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। মনোমুগ্ধকর অভিনয় দিয়ে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।আলিয়ার কেরিয়ারের সাথে জড়িত কয়েকটি সফল চলচ্চিত্রের কথা বললে তালিকার প্রথমেই আসবে, বদ্রিনাথ কি দুলহানিয়া, রাজি, ডিয়ার জিন্দেগি, উড়তা পাঞ্জাব, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং হাইওয়ের মতো চলচ্চিত্রের নাম।

এছাড়াও অভিনেত্রীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’, যেটি সবেমাত্র ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। সেটিও সফলতার দিকেই পা বাড়াচ্ছে।ফোর্বর্সের রিপোর্ট অনুসারে, আজ আলিয়া ভাটের মোট সম্পদ প্রায় ৫১৭ কোটি টাকা। বর্তমানে এক একটি ছবির জন্য প্রায় ১৫ থেকে ১৮ কোটি নিয়ে থাকেন তিনি। এমতাবস্থায় তার সম্পত্তির পরিমাণ যে গগনচুম্বী হবে তা বলাই বাহুল্য। তবে অভিনয় ছাড়াও আলিয়ার আরো অনেক আয়ের উৎস আছে। যেখান থেকে অভিনেত্রী প্রচুর আয় করেন।চলচ্চিত্র ছাড়াও অভিনেত্রীর একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে যা বর্তমানে ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য পোশাক তৈরি করে। আলিয়া এই ব্র্যান্ডটি চালু করেন গত বছর এবং যার বর্তমান মূল্য ১৫০ কোটি টাকা। পোশাকের ব্র্যান্ড ছাড়াও, আলিয়া ভাট ‘ইটারনাল সানশাইন প্রোডাকশন হাউস’ নামে একটি নিজস্ব প্রোডাকশন হাউসও চালু করেছিলেন, যার ব্যানারে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘ডার্লিংস’।পাশাপাশি, এসব ছাড়াও আলিয়া ‘নায়কা’ ফ্যাশন ব্র্যান্ড থেকে শুরু করে পুল ডটকমের মতো কোম্পানিতে প্রচুর বিনিয়োগ করেছেন। এখান থেকে একটা মোটা অঙ্কের মুনাফা অর্জন করে এই অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করার জন্যেও মোটা টাকা পারিশ্রমিক নেন আলিয়া।

One thought on “সিনেমা ছাড়াও যেসব উৎস থেকে আলিয়ার আয় কোটি কোটি টাকা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *