সিরিজের মাঝপথেই নতুন বোলিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। পিছিয়ে পড়েও সিরিজে ১-১ এ সমতা এনেছে লঙ্কানরা। ওয়ানডে সিরিজ শেষ দুই টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে শ্রীলঙ্কা। সিরিজের মাঝপথেই লঙ্কান ক্রিকেটে এসেছে পরিবর্তন। নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে দেশটি।
নতুন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের কিংবদন্তি পেসার আকিব জাভেদকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। স্বল্প মেয়াদে নিয়োগ পেয়েছেন আকিব জাভেদ। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লঙ্কানদের কোচ থাকবেন সাবেক এই পাক পেসার।
১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আকিভ জাভেদ। ১৬৩ ওয়ানডে ও ২২ টেস্ট খেলে ২৩৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০০৪ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তার কোচিংয়ে বিশ্বকাপ জেতে।