সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া  

Share Now..

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে অজিরা। এই জয়ে ওয়ানডে ক্রিকেটে টানা ১৪ জয়ের স্বাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) লিডসে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে একশো রানের আগেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন অধিনায়ক মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন। ১৯ রান করে লাবুশেন ফিরলেও ফিফটি তুলে নেন মার্শ। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ বলে ৬০ রান করেন তিনি।  গ্লেন ম্যাক্সওয়েল ৭ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। সপ্তম উইকেটে অ্যারন হার্ডির সঙ্গে ৪৭ বলে ৫৫ এবং শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে ৪৯ বলে ৪৯ রান যোগ করেন ক্যারি। এই দুই জুটির কল্যাণেই লড়াকু সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ৩২ বল বাকী থাকতে ২৭০ রানে গুটিয়ে যায় অসিরা। 

২৭১ রানের টার্গেটে খেলতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৫৫ রানের জুটিতে ইংলিশদের চাপমুক্ত করেন জেমি স্মিথ ও জ্যাকব বেথেল।  তবে দলীয় ১২০ রানে বেথেলকে আউট করে জুটি ভাঙেন স্পিনার ম্যাক্সওয়েল। সপ্তম ব্যাটার হিসেবে স্মিথ আউট হওয়ার পর ৪০ ওভার ২ বলে ২০২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬১ বলে ৪৯ রান করেন স্মিথ। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩টি উইকেট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *