সিরিজ সেরার পুরস্কার জিতলেন লিটন দাস

Share Now..

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার আগে অবশ্য প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। একটি সেঞ্চুরি ও একটি ফিফটির সহায়তায় করেছেন তিন ম্যাচে ২২৩ রান। যা তিন ম্যাচে দুই দলের মধ্যে সর্বোচ্চ। পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন।
তৃতীয় ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শতক হাঁকানো আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১০ বলে ১০৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *