সিরিয়ায় মার্কিন বাহিনীর মুহুর্মুহু বিমান হামলা 

Share Now..

সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর চালানো হামলার জবাবে এই আক্রমণ। মঙ্গলবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, মার্কিন বাহিনীর এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।  মঙ্গলবারের বিবৃতিতে কুরিলা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ওপর হামলা সহ্য করা হবে না। গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে বলে জানান কুরিলা। তিনি এই হামলা বেপরোয়া হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি বলে জানান তিনি। 

এই হামলার পরেই সিরিয়ায় পাল্টা হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেন্টকম বলেছে, এসব হামলা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যত আক্রমণের পরিকল্পনা এবং ক্ষমতাকে হ্রাস করবে। সিরিয়ার দুইটি জায়গায় নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে।  তবে সিরিয়ায় মার্কিন বাহিনীর চালানো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এর আগে গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয় বলে সংবাদসংস্থা সানা নিশ্চিত করে। সেইসঙ্গে আহত হয়েছে ২০ জন। 

One thought on “সিরিয়ায় মার্কিন বাহিনীর মুহুর্মুহু বিমান হামলা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *