সিরিয়া-ইরাকে মার্কিন বাহিনীর ওপর ১৩০ হামলা 

Share Now..

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর অন্তত ১৩০ বার হামলা চালানো হয়েছে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদীনের বরাত দিয়ে আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী বাহিনীর দ্বারা এসব হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা হেজবুল্লাহর সম্পৃক্ত সংবাদমাধ্যম আল মায়াদীনের খবরে বলা হয়েছে, ইরাকে মার্কিন বাহিনীর ওপর ৫৩ বার ও সিরিয়ায় ৭৭ বার হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস দমনের জন্য দুই দেশেই আছে মার্কিন ঘাঁটি।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলা চালানোর একদিন পরেই এই প্রতিবেদন প্রকাশ করা হলো। গোষ্ঠীটির দাবি, সরাসরি ইসরায়েলে বহুবার হামলা চালিয়েছে তারা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ চলছে। ইসরায়েল বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপরও হামলা শুরু হয়েছে। সেই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজেও একের পর হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *