সিলেটের বিমানবন্দরে রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো হয়ে পড়ায় বিমানবন্দরে অন্তত ২টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর ২টি ফ্লাইটের অবতরণে এ সমস্যা দেখা দেয়।
সূত্র জানায়, রাত ১০টার পর অ্যাপ্রোচ লাইট মেরামত করে রানওয়েকে কিছুটা প্রস্তুত করা হলেও পুরো প্রস্তুত না হওয়ায় রাতে আর ফ্লাইট ওঠানামা করেনি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, এটা তার দীর্ঘ চাকুরীজীবনের নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ঐ দিন সন্ধ্যা ৬টার দিকে শর্ট সার্কিটের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে রানওয়ের লাইটগুলো নিভে যায়। তাই দুটি ফ্লাইট ঢাকা থেকে ওসমানীতে আসতে পারেনি।
তিনি আরও জানান, আধ ঘণ্টার মধ্যে যদিও তারা মেরামত কাজ সম্পন্ন করেছেন তবুও তারা ঝুঁকি নেননি। রাতে আর কোনো ফ্লাইট ওঠানামার অনুমতি দেওয়া হয়নি। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় গভীর রাত পর্যন্ত।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রাতের ফ্লাইটের যাত্রীদের শুক্রবার বিশেষ ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।