সিলেটে ফিফা প্রীতি ম্যাচ দুটি দিনের আলোয়

Share Now..


সিশেলস ফুটবল দল এবার নিয়ে দ্বিতীয় বার বাংলাদেশে এসেছে। আগের বার বঙ্গবন্ধু কাপ ফুটবলে খেলতে এসেছিল। এবার ফিফা প্রীতি ম্যাচ খেলতে এসেছে। ঢাকায় নেমে সোজা সিলেটে চলে গিয়েছিল সিশেলস। সেখানে সিলেট বিকেএসপির মাঠে অনুশীলন করেছে। গতকাল পালাক্রমে বাংলাদেশ এবং সিশেলস অনুশীলন করে। এই দুই দলের মধ্যে প্রীত ম্যাচ হবে দুটি। আগামীকাল প্রথম ম্যাচ দ্বিতীয়টি হবে ২৮ মার্চ। দুটি খেলাই বিকাল পৌনে ৪টায় শুরু হবে। ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, লড়াই করেছিল। চ্যাম্পিয়ন হয়েছিল সিশেলস। সেই টুর্নামেন্টে বাংলাদেশ সিশেলস ১-১ গোলে ড্র হয়।৭ মিনিটে গোল করে এগিয়ে থাকা বাংলাদেশের জালে সিশেলস গোল করেছিল ৮৮ মিনিটে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে। এবার সিশেলস ফিফার র‍্যাংকিংয়ে ১৯৯ আর বাংলাদেশ রয়েছে ১৯২ নম্বরে। মাঝ মাঠের ফুটবলার সোহেল রানা জানিয়েছেন তারা ২০ দিন ধরে অনুশীলন করছে হাইপ্রেসিং ফুটবল খেলার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। সৌদি আরবে অনুশীলন করেছি। দুটি ম্যাচ খেলেছি। আত্মবিশ্বাস আছে আমরা ভালো করব।’গতকাল সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে জানিয়েছে দুটি ম্যাচ আয়োজনের জন্য তাদেও প্রস্তুতি শেষ। রোজার কারণে খেলা ফ্লাড লাইটে হবে না। দুটি খেলা ইফতারের আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক খেলা দেখে যেন বাসায় গিয়ে ইফতার করতে পারে, সেই ভাবনায় বিকালে খেলা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *