সিলেট অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, যা বললেন কোচ
এবারে হতাশার এক বিপিএল কাটিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচ খেলে মাত্র ২ জয়ের দেখা পেয়েছে দলটি। মাঠে এমন বাজে পারফরম্যান্সের ওপর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে দলটির অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে সিলেটের ৯৬ রানে হারে সিলেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন দলটির কোচ কোচ মাহমুদ ইমন। অধিনায়ক আরিফুলের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে।’
দলের বাজে পারফরম্যান্স নিয়ে সিলেটের কোচ বলেন, ‘আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলাই ছিল। কাগজে বড় রংপুর এবং বরিশাল, যদিও টি-টোয়েন্টিতে আমি এটা বিশ্বাস করি না।’
প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড়রা পারফর্ম করতে পারেননি উল্লেখ করে ইমন আরও বলেন, ‘যাদের ওপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়তো ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, যা হয়তো পয়েন্ট টেবিলই বলে দেয়।’