সিয়াম মৃধার দুই স্ত্রীর গল্প নিয়ে আসছে ‘কপাল’
Share Now..
জনপ্রিয় কণ্ঠশিল্পী নাদিরা মুক্তার গাওয়া ‘কপাল’ গানকে কেন্দ্র করে অসাধারণ গল্পের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শামীম আহসান। একটি দাম্পত্য জীবনের গল্পকে কেন্দ্র করে মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়িতে নির্মিত হয়েছে ‘কপাল’।
গানটির কথা লিখেছেন নির্মাতা শামীম আহসান নিজেই। গানটির সুর করেছেন ‘কন্যা রে’ খ্যাত কণ্ঠশিল্পী শান সায়ক। সংগীত করেছেন নাসিফ অনি।
মিউজিক্যাল ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের তরুণ অভিনেতা সিয়াম মৃধা, অভিনেত্রী মমি খান, মাগফেরাত মিম কণিকা।গানটি সম্পর্কে নাদিরা মুক্তা বলেন, এই প্রথম নিজের মনের মতো কথায় গান গেয়েছি। আমার গাওয়া এই গান নিয়ে এতো সুন্দর একটি গল্প নির্মাণ হবে শুটিংয়ে যাওয়ার আগে ভাবতেও পারিনি। আশাকরি আমার শ্রোতারা খুব ভালো কিছু পাবে।