সীতাকুণ্ডে গরু চুরির হিড়িক, পিকআপসহ আটক ৩
Share Now..
চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ থেকে ৩টি গরুসহ ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ এপ্রিল) ভোর ৫টায় পৌরসভার সারেং পাড়া আহম্মদ ডাক্তার সড়কের পূর্ব পাশে ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজার জেলাধীন চকরিয়া থানার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মো. মবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. আব্দুল শুক্কুর (৩৪)।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক ও গরুগুলো উদ্ধার করা হয়। মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।