সীমান্তে তিন ইসরায়েলিকে গুলি করে হত্যা
ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে তিনজন ইসরায়েলিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হামলাকারী বন্দুকধারী জর্ডানের বাসিন্দা মাহের জাজি। তিনি আল-কারামেহ শহর থেকে একটি ট্রাক করে রোববার সকালে অ্যালেনবি সেতু ক্রসিংয়ে আসেন। এরপরেই সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, নিরাপত্তা রক্ষীরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে এবং ওই ট্রাকে কোনো বিস্ফোরক আছে কিনা-তা খতিয়ে দেখেছেন।
এদিকে জর্ডান বলেছে, তারা এই ঘটনা খতিয়ে দেখতেছে। ইতোমধ্যে দুই দিক থেকেই ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, নিহতরা হচ্ছেন ইয়োহানান স্করি (৬১), ইউরি বিরনবাউম (৬৫), এবং আদ্রিয়ান মার্সিলো। তারা তিনজনই সীমান্ত ক্রসিংয়ে কাজ করতেন কিন্তু তারা সেনা বা পুলিশ ছিলেন না।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী জাজির বয়স ৩৯ বছর এবং তিনি ট্রাক চালক হিসেবে কাজ করতেন।