সীমান্তে নিষিদ্ধ ভায়াগ্রা বড়ি ও মাদক দ্রব্য জব্দ

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিষিদ্ধ যৌন উত্তেজক বড়ি ভায়াগ্রা ও ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার কুসুমপুর ও বেনীপুর এলাকা থেকে বিজিবি এসব অবৈধ বড়ি ও মাদক দ্রব্য উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের কাঁঠাল বাগানের মধ্যে থেকে আসামিবিহীন ১৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬৩/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বাশঁ বাগানের মধ্যে থেকে আসামিবিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানাযায়, পলিয়ানপুর বিওপির নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটক ব্যক্তি ও মাদক ও ট্যাবলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *