সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান কিয়েভের

Share Now..

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সৈন্য সরিয়ে নিতে কিয়েভ রবিবার (৩০ জানুয়ারি) মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। তাছাড়া সৃষ্ট উত্তেজন প্রশমনের ব্যাপারে তারা ‘আন্তরিক’ থাকলে সে ব্যাপারে পশ্চিমা বিশ্বের সাথে সংলাপ অব্যাহত রাখারও আহ্বান জানায় দেশটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা টুইটার বার্তায় বলেন, ‘রাশিয়া অবশ্যই কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে এবং ইউক্রেনের সীমান্ত বরাবর ও দেশটির সাময়িকভাবে অধিকৃত ভূখণ্ডে তাদের জমায়েত করা সৈন্য সরিয়ে নিতে হবে।’

এদিকে কানাডা ইউক্রেনে মোতায়েন করা তার সেনা ইউনিটমূহকে রবিবার (৩০ জানুয়ারি) পশ্চিমে সরিয়ে নিয়েছে। একইসঙ্গে দেশটি তার কিয়েভ দূতাবাস থেকে অদরকারি কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার চলমান হুমকির কথা তুলে ধরে কানাডা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপসমূহ অব্যাহত রাখবো। তিনি বলেন, কানাডীয় বাহিনীকে ডিনিপার নদীর পশ্চিমে সরিয়ে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *