সুইজারল্যান্ডে বিশেষ পুরস্কার পেলেন শাহরুখ

Share Now..

বলিউড সুপারস্টার শাহরুখ খান সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন। অভিনয়ে আজীবন কৃতিত্বের পুরস্কার হিসেবে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ‘পার্দো আলা ক্যারিয়েরা’ অ্যাওয়ার্ড পেলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় তারকা হিসেবে আজীবন কৃতিত্বের পুরস্কার পেলেন শাহরুখ খান। শনিবার সন্ধ্যায় জমজমাট পিয়াজা গ্র্যান্ড স্কোয়ারে অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়। এসময় সাদাকালো পোশাকে শাহরুখ লাল গালিচায় পোজ দেন। সেই অনুষ্ঠান থেকে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে। পুরস্কার নেওয়ার সময় মঞ্চে উঠে শাহরুখ বলেন, ‘এটা ভীষণ ভারী।’ তারপর সেই পুরস্কার এক পাশে রেখে অভিনেতা বলেন ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমাকে আপন করে নিয়েছে লোকার্নোর এই শহর। এখানকার মানুষজন ভীষণই সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।’

এসময় শাহরুখ আরও বলেন, ‘গত দুটি সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার। তাই আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে লোকার্নো ভাষা শিখছি। খুব সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো। আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে, সঙ্গে রান্নাও।’ এর আগে পার্দো আলা কারিয়েরা পুরস্কারটি পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন, গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাস, ইতালিয়ান অভিনেত্রী ক্লাউদিয়া কার্দিনালে, পরিচালক ফ্রান্সেসকো রজি, সার্জো কাস্তেলিত্তো, সুইস অভিনেতা ব্রুনো গাঞ্জ, হংকংয়ের পরিচালক জনি টো, আমেরিকান গায়ক-অভিনেতা হ্যারি বেলাফন্ট, ফরাসি অভিনেত্রী বুল ওজিয়ের, স্প্যানিশ পরিচালক ভিক্টর এরিসে, জার্মান অভিনেতা মারিও আডর্ফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *