সুইডেন-ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হোক, চায় না তুরস্ক

Share Now..

ইউক্রেন চেয়েছিল পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে। তাতে আপত্তি জানায় রাশিয়া। এর পরই পূর্ব ইউরোপের দেশটিতে সামরিক অভিযান নাম দিয়ে যুদ্ধ শুরু করে মস্কো। এমন অবস্থার মধ্যেই ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। এ নিয়ে আলোচনাও চলছে।

তবে জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র তুরস্ক এর বিরোধীতা করছে। তারা চাচ্ছে না সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হোক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে সুইডেন ও ফিনল্যান্ডকে সমর্থন দেওয়া আঙ্কারার পক্ষে সম্ভব নয়। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

গতকাল শুক্রবার ইস্তানবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সদস্যপদ চাওয়ার বিষয়ে তুরস্কের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। এ সময় তাদেরকে (সুইডেন ও ফিনল্যান্ড) সন্ত্রাসী সংগঠনের গেস্টহাউস হিসেবে অভিযুক্ত করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এমনকি তারা কিছু দেশের পার্লামেন্টের সদস্যও। তাই আমাদের জন্য তাদের পক্ষে থাকা সম্ভব নয়।’ এর বেশি কিছু বলেননি এরদোয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *