সুদানে সেনা ও আধা-সামরিক বাহিনীর সংঘাতে নিহত ১২৭

Share Now..

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে দুই দিনে অন্তত ১২৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ২০ মাসব্যাপী যুদ্ধ ক্রমবর্ধমান রক্তাক্ত হয়ে উঠছে। কারণ তাদের মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং এই সঙ্কট বিশ্ব মনোযোগকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আরএসএফ নিয়ন্ত্রিত দেশটির অর্ধেক অংশে বিমান হামলা বাড়িয়েছে সেনাবাহিনী। অপরদিকে আরএসএফ গ্রামে অভিযান চালিয়েছে এবং আর্টিলারি হামলা চালিয়েছে। উভয়ই ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে।

দেশটির গণতন্ত্রপন্থি ইমারজেন্সি লইয়ারস রাইটস গ্রুপ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুদানের খার্তুম প্রদেশে সেনাবাহিনীনিয়ন্ত্রিত ওমদুরমান সেক্টরে আধা সামরিক বাহিনী আরএসএফ হামলা চালায়। এতে হতাহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, এর বেশির ভাগই বেসামরিক লোক। এর আগে, সোমবার দেশটির নর্থ দাফুর প্রদেশের কাবাকিয়া শহরে হঠাৎ বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে প্রাণ হারান শতাধিক লোক। এ সময় আশপাশের অনেকেই বিভিন্ন স্থান থেকে কেনাকাটা করতে এসেছিলেন শহরটিতে। হামলার পর আতঙ্কিত হয়ে দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন তারা।

গত ২০ মাস ধরে সংঘর্ষ চলছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক ‌র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে। প্রায় সময়ই দুপক্ষের সংঘর্ষে মারা যান অনেক বেসামরিক লোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *