সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় চলছে অবৈধভাবে মাছ, কাঁকড়া শিকার

Share Now..

\ কয়রা প্রতিনিধি, খুলনা \
সুন্দরবন পশ্চিম বন বিভাগ অধিনস্ত অভয়ারণ্যে এলাকা ভোমর খালি, ম্যাঠি, কাগা, নিল কমল, পাত কোষ্টা জুড়ে চলছে অবৈধভাবে মাছ, কাঁকড়া শিকার। গোপন সূত্র থেকে গত কয়েক দিন ধরে কয়রা উপজেলার সদরের ৪ নং কয়রা, ৬ নং কয়রার খালের গোড়া গ্রাম মহারাজ পুর ইউনিয়নে মঠবাড়ি গ্রাম দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জোড় শিং গ্রাম ঘুরে জানা যায়। স্থানীয় সাধারণ জেলেরা বলেন সুন্দরবনের নিষিদ্ধ এলাকা বা অভয়ারণ্য জায়গা ভোমর খালি, নিল কমল বন টহল ফাঁড়ির সহযোগিতায় নিষিদ্ধ জাল, কীটনাশক দিয়ে মাছ শিকার, অবৈধ অটন দিয়ে কাঁকড়া শিকার করছে বলে অভিযোগ উঠছে। এমন তথ্যের ভিত্তিতে ঐসব অভয়ারণ্য এলাকায় মাছ, কাঁকড়া শিকার করা জেলে কয়রা সদর ৪নং কয়রা পল্লী মঙ্গল পুকুর পাড় মঠবাড়ি গ্রামের নাম পরিচয় গোপন রেখে কয়েক জন জেলে বলেন ভোমর খালি, নিল কমল বন টহল ফাঁড়ির সাথে আমাদের চুক্তি হয় ৬ দিন মাছ, কাঁকড়া ধরবো ২ হাজার, ৩ হাজার বা ৫ হাজার টাকা তাদের দিতে হবে। বিষয়টা নিয়ে অভিযুক্ত ভোমর খালি বন টহল ফাঁড়ির ওসি আব্দুল হামিদ এর কথা হলে তিনি বলেন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ, কাঁকড়া শিকার যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলে তারা আমাদের মিথ্যা অভিযোগ করছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় আমরা সর্বদায় প্রস্তুত থাকবো। বিষয়টা নিয়ে কয়েক বার সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন কর্মকর্তা এ জে ডে হাসানুর রহমানের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেনি।

2 thoughts on “সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় চলছে অবৈধভাবে মাছ, কাঁকড়া শিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *