সুন্দরবনের অভায়রণ্য এলাকায় মাছ শিকার, ৪ জেলে আটক
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান রেঞ্জ অফিসের অধিনস্থ কাগা-দোবেকীর বন টহল ফাঁড়ির-ছদন খালীর প্রবেশ নিষিদ্ধ এলাকায় অবৈধ ফাঁস জাল দিয়ে মাছ শিকার করার অভিযোগে ৪ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ ফাঁস জাল সহ ১ টি নৌকা ও বৈঠা ও অনন্য সরঞ্জামাদি জব্দ করা হয়। জানা গেছে সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে সুন্দরবনের কাগা দোবেকী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শ্যানগর উপজেলার নাপিতখালী গ্রামের সোহরাব গাজীর ছেলে মোঃ উজিয়ার রহমান (৪৫), মৃত আঃ খালেক মোড়লের ছেলে জামাল ফারুখ (৩৮), বাশার মোড়লের ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৭) ও কয়রা উপজেলার গোবরা গ্রামের মৃত আবু তালেব মোড়লের ছেলে জাহাঙ্গীর (৪৮)। কাগাদোবেকী বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এ কে এম আবু সাঈদ জনান, নিয়মিত টহল করার সময় দুর থেকে একটা নৌকা দেখতে পেয়ে দ্রুত তাদের কাছে গিয়ে পাশ পরমিট দেখতে চাইলে তারা কিছু দেখাতে না পারায় নৌকায় অবস্থানরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের নৌকা তল্লাশি করে মালামাল ও নৌকা জব্দ করি। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষা (এসিএফ এ)জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত আসামীদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।