সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে ১২৭ মৃত্যু

Share Now..

সুপার টাইফুন ইয়াগির তাণ্ডব এখনও কাটেনি ভিয়েতনামে। দেশটি এই ঘূর্ণিঘড়ে মৃতের সংখ্যা ১২৭ জনে পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বর্ষণ, ভূমিধস ও বন্যার পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।  প্রতিবেদন বলছে, ভিয়েতমানের উত্তরাঞ্চলে ৫৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় হাজার হাজার মানুষকে ছাদে আটকে থাকতে দেখা গেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের জন্য আবেদন করেছেন অনেকে।

এবার আঘাত হানা সুপার টাইফুনটিকে দেশটির ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উত্তরাঞ্চলীয় হাইফং ও কোয়াং নিহ অঞ্চলের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে।

শনিবার স্থানীয় সময় দুপুরে উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুনটি। এ সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াং নিহ অঞ্চলে আছড়ে পড়ে ইয়াগি। এশিয়ায় আঘাত হানা এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগি।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস হতে পারে। উত্তরাঞ্চলের চারটি প্রদেশে বন্যার ঝুঁকি খুব বেশি বলে বলে সতর্ক করেছে সংস্থাটি।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *