সেই তেল বিক্রেতা বৃদ্ধাকে ১০ হাজার টাকা দিলো দেশবন্ধু গ্রুপ

Share Now..

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলোচিত তেল বিক্রেতা শয্যাশায়ী জছিমন বিবিকে (৯০) ১০ হাজার টাকা দিয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান দৈনিক আজকালের খবরের সম্পাদক মণ্ডলীর সভাপতি গোলাম মোস্তফা।
গতকাল রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান দৈনিক আজকালের খবরের সম্পাদক মণ্ডলীর সভাপতি গোলাম মোস্তফার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের হাতে অর্থ তুলে দেন পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি প্লাবন শুভ।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, দৈনিক দেশ মার নিজস্ব প্রতিবেদক লিটন সরকার প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘জছিমন বিবি পরিবারের খোঁজ খবর রাখা হচ্ছে। জছিমন বিবি সুস্থ থাকা অবস্থায় একটি রিকশাভ্যানের আবদার করেছিলেন সকলের কাছে কিন্তু কারো চোখে পড়েনি বিষয়টি। গত ২৭ জুলাই দৈনিক আজকালের খবরে সংবাদটি প্রকাশের পর পত্রিকাটির চেয়ারম্যানের পক্ষ থেকে ১০ হাজার টাকা আমার কাছে দেয়া হয়েছে। সেই টাকার সাথে আরো কিছু টাকা লাগিয়ে জছিমন বিবির পরিবারকে একটি ব্যাটারি চালিত রিকশাভ্যান কিনে দেয়া হবে। যাতে সেই ভ্যান চালিয়ে জছিমন বিবির পরিবারের রোজগার হয়।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ‘ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী’ শিরোনামে দৈনিক আজকালের খবর পত্রিকার শেষ পাতার সংবাদ প্রকাশ পায়। সেই সংবাদটি প্রকাশের পর পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর সভাপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ১০ হাজার টাকা প্রদানের আশ^াস দেন। সেই অর্থ গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন ফুলবাড়ী প্রতিনিধি প্লাবন শুভ। বর্তমানে সেই জছিমন বিবি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *