সেঞ্চুরির আগে টেইলরকে ফেরালেন মিরাজ
হারারে টেস্টের ৩য় দিনের প্রথম সাফল্য এনে দিলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা ব্রেন্ডন টেইলরকে ফেরালেন তিনি।
১ম ইনিংসে বাংলাদেশের করা ৪৬৮ রানের ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে।
দ্বিতীয় দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ওপেনার কাইতানোর সঙ্গে দারুণ এক জুটি গড়েন জিম্বাবুইয়ান ক্যাপ্টেন ব্রেন্ডন টেলর। দু’জনে মিলে গড়েন ১১৫ রানের জুটি।
দিনের শুরু থেকেই তাসকিন-এবাদত-সাকিবদের দিয়ে আক্রমন চালান টাইগার অধিনায়ক মুমিনুল। তবে সাফল্যের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ব্রেক থ্রু এনে দিলেন মিরাজ। ক্রমেই সেঞ্চুরির দিকে আগানো টেলরকে তিনি ফেরান বদলি ফিল্ডার ইয়াসির রাব্বির ক্যাচ বানিয়ে। ৮১ রান করে আউট হন টেইলর।
অন্যপ্রান্তে এখনো অপরাজিত ওপেনার কাইতানো। অভিষেকেই ফিফটি তুলে নিয়েছেন তিনি। এর আগে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০, তাসকিন-লিটন ও মুমিনুলের ফিফটিতে ৪৬৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।