সেঞ্চুরির ফিফটি করে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

Share Now..

নিজের ৩৫তম জন্মদিনে সেঞ্চুরি করে মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে স্বদেশী কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনকে ছাড়িয়ে গেলেন এই ব্যাটিং জিনিয়াস। 

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত। সাবলীল ব্যাটিংয়ে ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এটি ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তার। শচীনের ৪৯ সেঞ্চুরিকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কোহলি। 

৮ চার ও ১ ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরির দেখা পান কোহলি। এর আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন কোহলি। ২০০৩ বিশ্বকাপে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬৭৩ রান করেছিলেন শচীন। সেই রেকর্ডও নিজের দখলে নিলেন কোহলি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *