সেনাবাহিনী ফুটবলে ৯ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

Share Now..

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২২ এ ৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং লজিস্টিকস এরিয়া দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

উক্ত প্রতিযোগিতা গত ২৮ জুলাই ২০২২ তারিখে শুরু হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করছেন আয়োজকরা।

আজ বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী, বিএসপি (বার), এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *