সেনা কল্যাণ সংস্থা ঝিনাইদহের নিহত ৮ নির্মান শ্রমিকের পরিবারের মাঝে অটো ভ্যান প্রদান করল

Share Now..


ঝিনাইদহ অফিসঃ
মানবতার সেবায় সেনা কল্যাণ সংস্থা। এই শ্লোগানকে সামনে রখে চলে সেনা কল্যাণ সংস্থা। ঝিনাইদহের শেখপাড়ার মদনডাঙ্গায় সেনা কল্যান সংস্থার গাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ও ১ জন আহত নির্মান শ্রমিকের পরিবারের মাঝে ইঞ্চিন চালিত অটো ভ্যান প্রদান করল সেনা কল্যান সংস্থা। রোববার দুপুরে শহরের কালিকাপুর বটতলা এ্যালিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের ডিলার পয়েন্ট এ এসব ভ্যান প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে নিহতদের পরিবারের মাঝে ভ্যান প্রদান করেন সমাজ সেবক মোঃ কামরুজ্জামান প্রিন্স। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বিশিষ্ট ঠিকাদার ফারুক হাসান কাজল, এ্যালিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের ডিলার মোঃ আকরাম হোসেন, এ্যালিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের ডিলার মোঃ ফরহাদ হোসেন, সাংবাদিক জাফর উদ্দীন রাজু। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যালিফ্যান্ট ব্রান্ড সিমেন্টের জোন ইনচার্জ মোঃ ফারুক ফেরদৌস। ইঞ্চিন চালিত অটো ভ্যান গুলো গ্রহন করেন নিহত মানিকের স্ত্রী মোসাঃ চায়না খাতুন, নিহত আজাদ মন্ডলের স্ত্রী রেখা খাতুন, নিহত সাহেদুর রহমানের স্ত্রী রাবেয়া রেগম, নিহত মজনু মন্ডলের পিতা শহীদ মন্ডল, নিহত শফিকুলের স্ত্রী রহিমা খাতুন, নিহত রাব্বীর স্ত্রী নিলা খাতুণ, নিহত আনিচুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন ও আহত রিপন মন্ডল নিজেই। প্রত্যেকটি পরিবার একটি করে মোট ৮টি ইঞ্চিন চালিত অটো ভ্যান গ্রহন করেন।
উল্লেখ্য ২০২১ সালের ১৩ জানুয়ারী কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাই এর কাজ শেষ করে নির্মান শ্রমিকেরা ঝিনাইদহের দিকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় আরো একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *