সোনালী ব্যাংকের এমডির দুর্নীতির তদন্ত শুরু

Share Now..

এবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের এমডির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে দুর্নীতির মাধ্যমে ৪ কোটি টাকা খরচের অভিযোগ রয়েছে। তদন্তের অংশ হিসেবে তার ব্যাংক হিসাবের বিভিন্ন তথ্য কয়েকটি ব্যাংকের কাছে চাওয়া হয়েছে।

এর আগে অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল-ইসলামের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের মামলার তদন্ত শুরু করে দুদক।

সূত্র জানিয়েছেন, আতাউর রহমান প্রধান যখন রূপালী ব্যাংকের এমডি ছিলেন তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট নির্বাচনে অংশ নেন। নির্বাচিতও হন। তবে ঐ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি টাকা খরচ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অর্থ পাচার, ঋণ পুনঃতপশিলকরণে কমিশন আদায়সহ তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে।

বর্তমানের সোনালী ব্যাংকের এমডি থাকা অবস্থাতেও আতাউর রহমান প্রধান নানা অনিয়মের মাধ্যমে ব্যাংক চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ—স্বজনপ্রীতি ও আঞ্চলিকপ্রীতি। এমডির বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় তিনি ‘উত্তরবঙ্গ সিন্ডিকেট’ গড়ে তুলেছেন। আর এ সিন্ডিকেটের নেতৃত্বে চলছে বদলিবাণিজ্য, প্রমোশন-বাণিজ্য, সিএসআর, স্পন্সর ও বিজ্ঞাপন থেকে নামে-বেনামে টাকা বের করে নেওয়ার বাণিজ্য। সোনালী ব্যাংকের প্রভাবশালী ডিভিশনগুলোর প্রায় সবগুলোর প্রধানই এখন উত্তরবঙ্গের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। এক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের কর্মকর্তাদের বঞ্চিত করা হচ্ছে। বঞ্চিত এসব কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘অভিজ্ঞতা ও যোগ্যতা থাকার পরও আমাদের অন্যায়ভাবে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এতে একদিকে যেমন যোগ্য কর্মকর্তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন অন্যদিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে যে ভূমিকা রাখার কথা ছিল তা রাখতে পারছে না।’

তবে স্বজনপ্রীতির ক্ষেত্রেও তিনি মানছেন না কোনো নিয়ম। সম্প্রতি এমডির এক ভাগ্নে জামাই নবাব হোসেনকে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই সোনালী এক্সচেঞ্জ কোং ইনকঃ, যুক্তরাষ্ট্র শাখায় পোস্টিং দেওয়া হয়েছে। আরেক ভাগ্নে জামাই মো. সাইফুল ইসলামকে পোস্টিং দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দা শাখায়। এসব ক্ষেত্রে পরীক্ষা ও যোগ্যতার প্রমাণ দেওয়ার বিধান থাকলেও তাদের ক্ষেত্রে কিছুই দেখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *