সৈকতে নিখোঁজ তিন ভাইয়ের লাশ উদ্ধার
Share Now..
কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমাংশের সাগরে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যাওয়া তিন চাচাতো ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) ভিন্ন ভিন্ন সময়ে তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতারা হলেন, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মহোহরখালী এলাকার মাসুক হোসেনের পুত্র আশেক (১২), আলী হোসেনের পুত্র আলিম উদ্দিন (১২) ও হাসেমের পুত্র জাওয়াদ (৬)।
স্থানীয়রা জানান, আশেক ও আলিম উদ্দিন বায়তুশ শরফ হাফেজখানা মাদ্রাসার শিক্ষার্থী ও জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম বলেন, সৈকত থেকে উদ্ধার হওয়া তিন চাচাতো ভাইয়ের লাশ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সমুদ্র সৈকতে ফুটবল খেলার শেষে সাগরে গোছল করতে নেমে স্রোতে তলিয়ে যায় তারা তিন ভাই।