সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে কিশোরীর মৃত্যু
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরের এক সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে ১৭ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ায় এটি তৃতীয় প্রাণঘাতী হাঙরের হামলা।
হাঙরের কামড়ের খবর পেয়ে স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ব্রিবি আইল্যান্ডের উরিম সৈকতে জরুরি সেবাকর্মীরা ছুটে যান। প্যারামেডিকরা কিশোরীর শরীরের উপরের অংশে গুরুতর আঘাত দেখতে পান। কুইন্সল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানান, শার্লিজ জামুদা নামের ওই কিশোরী প্রাণঘাতী আঘাত পেয়েছিল।হাঙরের আক্রমণের প্রায় ১৫ মিনিট পর তার মৃত্যু হয়।
কিশোরীর বাবা স্টিভ জামুদা এবিসি নিউজকে বলেন, গতকাল যখন আমি এই দুঃখজনক সংবাদটি পেয়েছিলাম, তখন আমি অত্যন্ত বিধ্বস্ত হয়েছি। তবে আমরা চাই না যে লোকেরা সৈকতে আসা বন্ধ করুক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় পানিতে ঝাঁপিয়ে পড়লেও বাঁচাতে পারেননি।
স্থানীয় বাসিন্দা জন বলেন, ওই এলাকায় প্রায়ই হাঙর দেখা যায়। প্রতিদিনই হাঙর দেখা যাচ্ছে। মানুষ এ নিয়ে মাথা ঘামায় না, কারণ এটা স্বাভাবিক।
এর আগে, গত ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্রানাইট বিচে হাঙরের আক্রমণে নিহত হন সার্ফার ল্যান্স অ্যাপলবি। এর মাত্র কয়েকদিন আগে ২৮ ডিসেম্বর কুইন্সল্যান্ডের কেপেল বে দ্বীপপুঞ্জের কাছে ৪০ বছর বয়সী চ্যাপেলিন লুক ওয়ালফোর্ডকে মারাত্মকভাবে কামড় দেওয়া হয়।