সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু – পলক
সিংড়া প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সম্মুন্নত করেছে শেখ হাসিনা। চাকুরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।
তিনি আরো বলেন, বিগত বিএনপি জামায়াতের দুঃশাসনে নারীরা শিকার হয়েছে। সরকার নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। মা আমাদের সম্পদ। প্রতিটি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিগত প্রতিটা নির্বাচনে মহিলারা নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে। আগামীতেও নৌকা প্রতিক কে বিজয়ী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।