সোমবার থেকে দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু
Share Now..
করোনা ভাইরাস রোধে সোমবার (২০ জুন) থেকে দেশে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হচ্ছে। রবিবার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।তিনি জানান, প্রাথমিকভাবে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়া শুরু হবে। হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।তিনি আরও জানান, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে ফাইজার বায়ো-এনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসেছে। উল্লিখিত তিনটি হাসপাতালে আগে যারা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন তারাই শুধু এই টিকা পাবেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের টিকা দেওয়া হবে।
Upgrade your skills, unlock powerful rewards Lucky Cola