সোহান যোগ্য বলেই নেতৃত্ব দেওয়া হয়েছে: সাকিব
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই আবারও বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে, এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্বও তার কাঁধে যেতে পারে। এমন অবস্থার মধ্যেই ছোট ফরম্যাটের ক্রিকেটে উইকেটকিপার ব্যাটার কে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। তবে সেটা কেবল জিম্বাবুয়ে সফরের জন্য।টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু তাকে আর এই দায়িত্ব দেওয়া হবে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না। গুঞ্জন সত্যি হলে এই ফরম্যাটের নেতৃত্বও সাকিব পাবেন। তবে তার আগে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সোহানকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।শনিবার (২৩ জুলাই) রাতে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি মনে করি সে (সোহান) যোগ্য। বিসিবিও সেটাই মনে করেছে। সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। তার জন্য শুভ কামনা। জিম্বাবুয়ে সিরিজ তার জন্য চ্যালেঞ্জ এবং সেটা সে উতরে যেতে পারবে বলে আশা করি।’