সৌদির সঙ্গে তুরস্কের ইতিবাচক সংলাপ চলবে: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে আঙ্কারার ইতিবাচক সংলাপ চলমান থাকবে। সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, আমিরাত সফর শেষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন এরদোয়ান।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে তুরস্কের ইতিবাচক আলোচনা চলবে। আগামী দিনগুলোতে দৃশ্যমান পদক্ষেপের মধ্য দিয়ে যা চালু রাখার আশা করছি। আমরা সংলাপ এগিয়ে নেওয়ার পক্ষে। সৌদি আরবও এ বিষয়ে একমত থাকতে হবে।
গত জানুয়ারিতে এরদোগান বলেছিলেন যে, ফেব্রুয়ারিতে তিনি সৌদি আরব সফর করবেন। কখন সেই সফর হচ্ছে এ বিষয়ে দুদেশের কোনো দেশই এখনও পর্যন্ত নিশ্চিত করেনি। এর মধ্যেই আমিরাত সফরে গেলেন তুর্কি প্রেসিডেন্ট।
সবশেষ ২০২১ সালের মার্চে এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের যোগাযোগ হয়েছিল। তখন এক ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কথা বলেছিলেন।
২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর দুদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটে। এরপর তুরস্ক সম্পর্কোন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছে।