সৌদি আরবের ১২৬৬৪ কোটি টাকার ঐতিহাসিক প্রস্তাব, কী করবেন ভিনিসিয়ুস?

Share Now..

২০২৫ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফারে ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও চমকপ্রদ হতে চলেছে। এর মূল কারণ সৌদি আরবের একটি ঐতিহাসিক প্রস্তাব, যা সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে এবং ফুটবলের ভবিষ্যৎ প্রবাহ বদলে যেতে পারে। এই উত্তাল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র, যিনি আসন্ন মৌসুমে সৌদি ক্লাবগুলোর প্রধান আকর্ষণে আছেন।

স্পেনের সংবাদমাধ্যম মার্কা এবং এএসের রিপোর্ট অনুসারে, ভিনিয়ুসিয়াসকে এক দশমিক তিন বিলিয়ন ইউরোতে প্রস্তাব দেওয়া হয়। যা আগের যেকোনো ট্রান্সফারকে ছাড়িয়ে গেছে। আর এই ব্রাজিলিয়ান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ের জায়গা দখল করে নিবেন। এই মেগা অফারটি মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু কী তাই, দলবদলের ফি হিসেবে দিতে চায় ৩০ কোটি ইউরো। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব। পারিশ্রমিকে ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ৬৬৪ কোটি টাকা), দলবদল ফি হিসেবে বাকি ৩০ কোটি। সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী, সেটি অবশ্য জানানো হয়নি। রিয়ালে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। এদিকে সাংবাদিকরা ভিনিসিয়ুস অফার গ্রহণ করবে কি না জানতে চাইলে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, ভিনি সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায়, সে উৎসাহী হবে। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

সংবাদ সম্মেলনে সৌদি প্রো লিগ থেকে আসা লোভনীয় প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হলে আনচেলত্তির রিয়ালের সাবেক খেলোয়াড় টনি ক্রুসের উদাহরণ টেনে বলেন, ২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালে থেকেই গত বছর অবসর নেন।

এদিকে সৌদি আরবের এই অপ্রতিরোধ্য প্রস্তাবে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের এই ক্লাবটি এই পরিস্থিতিতে জটিল দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়েছে। একদিকে, ভিনিসিয়ুসের অধিক মূল্য প্রত্যাখ্যান করা কঠিন। যা ক্লাবটি একটি বড় অংকের আয় হবে। এই অর্থ দিয়ে বেশ কয়েকজন শীর্ষ স্তরের খেলোয়াড় দীর্ঘ মেয়াদে কিনে নিতে পারবে। অন্যদিকে ভিনি ক্লাব ছেড়ে গেলে ক্লাবের অন্য খেলোয়াড়দের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এইদিকে ভিনিসিয়ুস স্পষ্ট করেছেন, তার আশু ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদ। তার উদ্দেশ্য হলো ক্লাবে সাফল্য অর্জন করা। যাইহোক, ট্রান্সফার মার্কেট অপ্রত্যাশিত এবং পরিস্থিতি এক মুহূর্ত থেকে অন্য মুহূর্তে পরিবর্তিত হতে পারে। সৌদি আরবের প্রস্তাব বাস্তবায়িত হয় কি না এবং ভিনিসিয়ুস মাল্টি-মিলিয়ন ডলার চুক্তির সাথে একটি উদীয়মান লীগে খেলার চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় কি না- তা দেখতে আমাদের ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *