সৌদি আরবে ঝড় তুললেন জেমস

Share Now..

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস। এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছিল উন্মাদনা। সেক্ষেত্রে ভক্তদের নিরাশ না করে সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার। 

তিল ধারণের ঠাঁই ছিলো না আল-সুওয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা। মাথায় লাল গামছা। পরনে কালো টি শার্ট আর নীল জিন্স। গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটারে, সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে। শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি। এদিন জেমস বলেন, ‘সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করি নাই যে এতো সুন্দর আয়োজন, এতো দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।’
 
এদিন বাঙালি এই রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলনমেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বলেন, রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করল- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে ইনশাল্লাহ।

সৌদি তরুণ বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, এখানে তারা এসেছেন, বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এখানে বার বার আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *