সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

Share Now..

নতুন এক সোনার খনির সন্ধান মিলেছে সৌদি আরবে। দেশটির মাইনিং কোম্পানি মাদেন নতুন এই খনির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

মাদেন বৃহস্পতিবার বলেছে, তারা মানসুরা মাসারাহ খনির দক্ষিণে একাধিক সোনার খনির খোঁজ পেয়েছে। সন্ধানগুলো এই অঞ্চলে সোনার খনির সম্প্রসারণের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ২০২২ সাল থেকে ১০০ কিলোমিটার উপত্যকা বরাবর তারা সোনার খনির জন্য অনুসন্ধান পরিচালিত করে আসছে। এটি অনুসন্ধান কার্যক্রমের প্রথম সাফল্য।

মানসুরা মাসারাহ খনির আশপাশে ৪০০ মিটারের মধ্যে থাকা দুটি ড্রিলিং সাইট থেকে প্রাপ্ত নমুনাগুলো বলছে, এখানে প্রতি টনে ১০.৪ গ্রাম ও ২০.৬ গ্রাম মাপের উচ্চ মানসম্পন্ন সোনা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  

জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তারা সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *