সৌদি সফর নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বাইডেন

Share Now..


মধ্যরাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফর নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনার। তবে তিনি জানিয়েছেন, সৌদি আরব সফর করবেন কি না তা নিয়ে ‘এখনও’ সিদ্ধান্ত নেননি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুনের শেষ দিকে ইউরোপ ও ইসরায়েল সফরের পাশাপাশি সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্যই পাওয়া গিএয়ছিল।

তবে জুনের শুরুতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, সৌদি আরব ও ইসরায়েলে প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য সফর স্থগিত করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এই দেশ দু’টিতে সফর করার কথা থাকলেও তা জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি-ইসরায়েল সম্পর্ক উন্নয়নের জন্য একটি চুক্তি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সফরে যাবেন কি না, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কের একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *