সৌন্দর্য আজ আছে কাল নেই: অমিতাভ বচ্চন

Share Now..

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে ধরা হয় সৌন্দর্যের আধার। বয়স ৫০ হলেও তার আকর্ষন শক্তি এতটুকুও কমেনি রাই সুন্দরীর। গত কয়েক বছরে তার পোশাক থেকে বদলে যাওয়া চেহারা নিয়ে সমালোচনা যওি কম হয়নি তাই বলে তাকে তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারও। কারণ হাফ সেঞ্চুরিতেও ঐশ্বরিয়ার চোখধাঁধানো রূপ, নীল চোখের চাহনি আর হাসি সবাইকে মোহগ্রস্ত করে। 

যদিও অভিনয়ে খুব একটা দেখা যায়না বচ্চন পরিবারের এ পুত্রবধূকে। মেয়ে আরাধ্যা বচ্চনের দায়িত্ব সব সামলে রুপালি পর্দা থেকে দূরে। তবুও বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি এখনও রয়ে গেছে। এদিকে গত বছর থেকে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চন। তবে পারিবারিক তিক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও বছর শেষ হওয়ার আগেই জল্পনায় পানি ঢেলেছেন তারা। 

নানা জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে করলেন শ্বশুর অমিতাভ বচ্চন। এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়্যালিটি শো‘তে। এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বরিয়ার এক খুদে ভক্ত। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। 

কিশোরী বলেন, ঐশ্বরিয়া রাই কী সুন্দর, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন। সুন্দর হওয়ার কোনো টিপস দেবেন তার থেকে জেনে আমাকে?

জবাবে অমিতাভ বলেন, আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।

কিশোরীর প্রশ্নের উত্তরে এমন কথা বলায় শুরু হয়েছে অমিতাভকে নিয়ে আলোচনা। আসলে তিনি কী বলতে চাইলেন? শুধুই কি নাতনির বয়সি কিশোরীকে নীতিশিক্ষা দিলেন, নাকি অন্য কিছু!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *