সৌম্যের আঙুলে পাঁচ সেলাই, খেলা হচ্ছে না বিপিএলের প্রথম পর্বে

Share Now..

গেল কয়েক মাস ধরেই ব্যাট হাতে রানের মধ্যে রয়েছেন টাইগার ব্যাটার সৌম্য সরকার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জেতার পর যোগ দেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে। সেটি শেষে টাইগার টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখা হয় তাকে। ব্যাটে রানও পাচ্ছিলেন।

তবে গতকাল ম্যাচ চলাকালীন স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান তিনি। ঐ আঙুলে পাঁচটি সেলাই পড়েছে তার। তাতে মাঠের বাইরে থাকতে হবে তাকে অন্তত তিন থেকে চার সপ্তাহ। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তাতে ধারণা করাই যায় আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম পর্বে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামা হচ্ছে না তারকা ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি প্রথম ম্যাচ জয়ের পর নজর ছিল সিরিজের দিকে। সেই হিসেবে সেন্ট ভিনসেন্টে টাইগারদের কাছে গতকালকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। যদিও ব্যাটিং সুখকর ছিল না তবে বোলিং ছিল দুর্দান্ত। রান তাড়ায় সপ্তম ওভারে তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল। আগের ওভারে নিকোলাস পুরানের ক্যাচ নেওয়া সৌম্য এবার সহজ ক্যাচটি নিতে পারেননি। বল তার আঙুলে ছোবল দিয়ে পড়ে যায়। সৌম্য তখনই আঙুল চেপে ধরে ব্যথায় কাতরাতে থাকেন। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে বিসিবি বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, স্লিপে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনিতে চোট পান সৌম্য। সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাঁড় স্থানচ্যুত হয়েছে। তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাৎ এই চোটে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না দল পাশাপাশি আসন্ন বিপিএলেরও প্রথম ভাগের বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন টাইগার এই ব্যাটার। সম্প্রতি দারুণ ছন্দে ছিলেন সৌম্য। চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। যদিও দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচে রান পাননি। রান আউট হওয়ার আগে করেছেন ১৮ বলে ১১ রান। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে করেছিলেন ৭৩।

One thought on “সৌম্যের আঙুলে পাঁচ সেলাই, খেলা হচ্ছে না বিপিএলের প্রথম পর্বে

  • December 19, 2024 at 12:48 pm
    Permalink

    I am regular reader, hoow aree youu everybody?
    Thiss paragraph posted at this website iss truly pleasant.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *