স্কুলে তড়িঘড়ি করে “বিশেষ সিস্টেম” করে নিয়োগ হলো নৈশ প্রহরী
\ ঝিনাইদহ অফিস \
সিস্টেম করেই স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে। আমি সিস্টেম করেই চলি। এখন পর্যন্ত যা করা হয়েছে সবকিছু সিস্টেমের মধ্যেই করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠাই, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এর কাছে জানতে চাইলে এভাবেই কথা বলেন তিনি। ওই বিদ্যালয়ের সবকিছু বিশেষ সিষ্টেমের মাধ্যমেই করেন বলে তিনি দাবী করেন। ‘নৈশ প্রহরী’ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ও পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির চরম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে লিখিত পত্র পেশ করেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ। বুধবার (২৮ আগষ্ট) দুপুরে তারা জেলা শিক্ষা অফিস ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হরিণাকুন্ডু উপজেলাধীন পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও ম্যানেজিং কমিটির সভাপতি (হরিণাকুন্ডু উপজেলা সাবেক চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক নেতা) মোঃ জাহাঙ্গীর হোসাইন ও তার ভাই মোঃ জামাল হোসাইন গত ১৭ আগষ্ট ২০২৪ তারিখে তড়িঘড়ি করে মোটা টাকার বিনিময়ে বেআইনিভাবে নিয়োগ বোর্ড গঠন করেন। সেখানে নৈশ্য প্রহরী পদে চাকুরী দেবার জন্য চরপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে আকাশ মিয়ার থেকে ১২ লক্ষ টাকা নগদ গ্রহণ করেন। যা চাকুরী প্রার্থী আকাশ নিজেই স্বীকার করেন। এছাড়া নিয়োগ বোর্ড (ঐ দিন) ১২ টার সময় হবার কথা থাকলেও সেই পরীক্ষা নিয়মবহির্ভূত ভাবে ২ ঘন্টা আগেই সকাল ১০ টায় শুরু করেন। দূর্নীতির চরম সীমা লঙ্ঘন করে বিদ্যালয়ের সভাপতির অনুপস্থিতিতেই পরীক্ষা পরিচালনা করা হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য কয়েকদিন আগে জানানোর নিয়ম থাকলেও তা না করে স্বেচ্ছাচারিতা দেখিয়ে পরীক্ষার দিন তাদের ফোনে যোগাযোগ করে ডেকে আনা হয়। এইরকম অনিয়ম ও মোটা টাকার লেনদেন এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে এলাকাবাসি ও অভিভাবকগণ চরম ক্ষুব্ধ ও নাখোশ হন। এ অবস্থায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রতিবেদকের কাছে দাবী করেন, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহবান করা হয়েছে। এরপর বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী গত ১৭ আগস্ট ডিসির প্রতিনিধি, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকেই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। তবে ১২ টার সময় পরীক্ষা নেবার কথা থাকলেও অফিসাররা সকাল ১০ টার মধ্যে উপস্থিত হলে তাদের সিদ্ধান্তে প্রশ্নপত্র করে সকাল ১০টার সময় পরীক্ষা নেওয়া হয়। সেসময় বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন না। তিনি পরীক্ষা শেষ হলে এসেছিলেন।
তিনি আরো বলেন, আমাদের বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ হয়েছে সেটা সিস্টেম করেই হয়েছে। এখানে সবাইকে সিস্টেম করে নিয়োগ বোর্ড বসিয়ে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় মোট চারজন অংশগ্রহণ করেছিল, যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাকেই নিয়োগ দেওয়া হয়েছে। সিস্টেম করেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে অর্থ লেনদেনের বিষয়টি তিনি সরাসরি নাকচ করে দেন। সচেতন নাগরিকদের পক্ষে মোঃ মিশন হোসেন জানান, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনৈতিক উপায়ে নিয়োগ বাণিজ্য করেছে। নিয়োগ বোর্ডে বিদ্যালয়ের সভাপতিকে উপস্থিত দেখানো হয়েছে অথচ সভাপতি জাহাঙ্গীর আওয়ামীলীগ নেতা হওয়ার কারণে গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এছাড়াও দুপুর ১২ টায় পরীক্ষা নেবার কথা ছিল কিন্তু নিয়োগ পরীক্ষা নেওয়া হয় সকাল ১০টায়। প্রধান শিক্ষক আব্দুল লতিফের সাথে কথা বললে তিনি সবকিছু সিস্টেমে করে ফেলেছে আমাদের ঝামেলা করতে নিষেধ করেন। এই দূর্ণিতীবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে তার সময়ে স্কুলে যতগুলো নিয়োগ হয়েছে সব নিয়োগ বাতিল করতে হবে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি জানান, আমাদের আগে থেকেই নিয়োগের ব্যাপারে চিঠি দেওয়া হয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তির তারিখেই নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে। সেখানে যাদের থাকার কথা ছিলো সবাই ছিল কিন্তু স্কুলের সভাপতি তিনি ওই সময় ছিলেন না। পরে আমরা যেহেতু সকাল ১০টার মধ্যেই সবাই পৌছে গেছি তখন বোর্ডের সবাই পরামর্শ করে যে পরীক্ষাটা ১২টার পরিবর্তে সকাল ১০ টায় নেওয়া হয়। এসময় বোর্ড নিজেরাই প্রশ্ন তৈরী করে। ৪ জন প্রার্থীর মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমরা তাকেই সিলেক্ট করেছি। তবে আমরা বিদ্যালয়ে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত সভাপতিকে স্কুলে দেখি নাই। স্কুলের প্রধান শিক্ষক যদি কোন ধরনের অনিয়ম করে তাহলে অবশ্যই তাকে জবাব দিতে হবে। তিনি অভিযোগের ব্যাপারে বলেন, এ বিষয়ে অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে।