স্কুলে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক
ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের একটি স্কুলে বিমান হামলায় সেখানে আশ্রয় নেওয়া অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। মানবিক সহায়তা সংস্থার দুইজন কর্মী ও তাইগ্রে বাহিনীর বরাত দিয়ে বুধবার (৪ অক্টোবর) এ তথ্য জানায় রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, ফেডারেল ও আঞ্চলিক সরকারের সঙ্গে দুই বছর ধরে সংঘাত চলাকালে আদি দাইরো শহরে এই বিমান হামলাকে সবচেয়ে মারাত্মক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে সংঘাতের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।
বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা প্রায় ২৫ কিলোমিটার দূরে শায়ার শহরে পালিয়ে যাওয়ার পর মানবিক সহায়তা সংস্থার কর্মীদের জানান, হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।
তবে এ ঘটনায় ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেজেসে টুলু, সামরিক মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেনে সেয়ুম কোনো মন্তব্য করতে রাজি হননি
Victory awaits Are you ready to claim it Lucky Cola