স্কুলে বেতন দিতে না পারলেও নাম কাটা যাবে না: কলকাতা হাইকোর্ট
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো করোনার কারণে বন্ধ, অনলাইনে হচ্ছে ক্লাস। এই সময় কোনও ছাত্র স্কুলের বেতন দিতে না পারলে বা বেতন বকেয়া থাকলেও স্কুল তার নাম বাদ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার (১৮ জুন) এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে কলকাতা হাইকোর্টের বরাতে বলা হয়েছে, স্কুলের বেতন বকেয়া থাকলে বা না দিতে পারলেও কোনো ছাত্রের ক্লাস বাতিল বা স্কুল থেকে তার নাম বাতিল করা যাবে না। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের অনুমতি ছাড়া কিছু করতে পারবে না স্কুলগুলো। আগামী ৩ জুলাই রয়েছে পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।
করোনার মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের বিরুদ্ধে বেতন বৃদ্ধির অভিযোগ উঠেছে। অনেক স্কুলের বাইরে বিক্ষোভও দেখিয়েছেন অভিভাবকরা। তাদের দাবি, করোনার মধ্যে অনেক অভিভাবক আর্থিক সমস্যায় পড়েছেন। তাই স্কুলের উচিত এই পরিস্থিতিতে একটু মানবিক হওয়া। সেই সংক্রান্ত একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola