স্কুল শিক্ষকের ছবি এডিট করে অশ্লিলতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ছবি এডিট করে এক স্কুল শিক্ষককে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) দেলোয়ার হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন সমাজের কিছু কুচক্রি স্বার্থনেষী মহল আমার প্রতি ঈর্ষাম্বিত হয়ে প্রতারণার ফাঁদে বøাকমেইল করার চেষ্টা করছে। গত ২২ জুলাই ২০২৩ ইং তারিখে মোঃ দেলোয়ার হোসেন নামের ফেসবুকের একাউন্ট খুলে আমার নাম ও ছবি ব্যাবহার করা হয়। কে বা কারা আমার ছবি এডিটিং করে তাতে অশ্লীল ছবি যুক্ত করে পরিচিত বিভিন্ন ফেসবুক মেসেঞ্জারের পাঠায়। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য ওই মহলটি এই কাজ করেছে। এ ঘটনায় তিনি গত ২৭ জুলাই ২০২৩ ইং তারিখে হরিণাকুন্ডু থানায় একটি অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েল রানা বিশ্বাস, এ.কে.এম. মাহবুব বিল্লাহ, নায়েব আলী, আখের আলী, খায়রুল ইসলাম, আলম হোসেন, রকিবুল ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।
I love this post! really great stuff. I share this on my facebook and Instagram and my followers like it.
Keep up the good work 🙂