স্ত্রীর কাটা মাথাসহ আটক ব্যক্তি
স্ত্রীর কাটা মাথা নিয়ে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি। বৃহস্পতিবার তাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম অনিল। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। খবর এনডিটিভি।
ঘটনাটি ক্যামেরায় ধারণ করেছেন পথচারীরা। ভিডিওতে দেখা গেছে, এক হাতে স্ত্রীর কাটা মাথা অন্য হাতে ছুরি নিয়ে হেঁটে যাচ্ছেন অনিল।
তিনি পুলিশের হাতে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বহু পথচারী সেই লোমহর্ষক দৃশ্য দেখেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আট বছর আগে ওই নারীকে বিয়ে করেছিলেন অনিল। তবে তিনি আলাদা থাকতেন। পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীর শিরশ্ছেদ করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের দুটি সন্তান আছে।
বুধবার প্রাকাশ্যে আসা এমন আরেকটি ঘটনায়, পশ্চিমবঙ্গের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে বাসস্টপের কাছে তার স্ত্রীর বিচ্ছিন্ন মাথাসহ দেখা গেছে। অভিযুক্ত গৌতম গুচ্ছাইত পারিবারিক সমস্যার কারণে তার স্ত্রীর শিরশ্ছেদ করেছিলেন বলে জানা যায়।
স্থানীয়দের রেকর্ড ভিডিওতে দেখা গেছে, তার এক হাতে মাথা ও অন্য হাতে কাস্তে। এক ঘণ্টা পর পুলিশ তাকে আটক করে।
তার পরিবার ২০২১ সালে দাবি করেছিল, সে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সিংহের ঘেরে ঝাঁপ দেওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।